গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেহেদী হাসান শামীম নামের যুবকের জীবিকা নির্বাহ এবং মাতৃসেবার একমাত্র অবলম্বন রিকশাটি চুরি হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত রিকশা চুরির ঘটনায় শামীমকে রিকশা উপহার দিলো ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্র টিম এবং র্যাব ফোর্সেস।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মিরপুরের সনি সিনেমা হলের সামনে তাকে এ উপহার দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আর্থিক অনটনের কারণে সাত-আট দিন আগে ঢাকায় রিকশা চালানো শুরু করেন শামীম। তার মা হার্টের সমস্যাজনিত কারণে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। রিকশা চালানোর টাকায় অনেক কষ্টে মায়ের চিকিৎসা চালিয়ে আসছেন তিনি। এ অবস্থায় রিকশা চুরির বিষয়টি জানতে পেরে টিম ‘অপারেশন সুন্দরবন’ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।
চুরি যাওয়া রিকশা উদ্ধারে ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব ফোর্সেস।
রিকশা উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন, অভিনেতা জিয়াউল রোশান এবং অন্য অভিনেতা ও কলাকুশলীরা।