অপরিচ্ছন্ন কারখানা, অলিম্পিয়া বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর মিরপুরে অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ বেকিং পাউডার, কারখানায় মরা ইঁদুরের গন্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা ও পাউরুটির মোড়কের গায়ে কারখানার ঠিকানা না থাকায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে এই বেকারিকে জরিমানা করে ভোক্তা অধিকার।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান সঙ্গে ছিলেন।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ বেকিং পাউডার ব্যবহার করে। সেখানে কর্মীদের ব্যবহৃত মাস্ক খোলা পাউরুটির ওপর রাখা ছিল। এছাড়া কারখানায় মরা ইঁদুরের তীব্র গন্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা জমে থাকতে দেখা যায়। পাউরুটির মোড়কের গায়ে কারখানার ঠিকানা ওয়ারি লেখা থাকলেও কারখানাটি মিরপুর-২ এ অবস্থিত।

এসব অপরাধে অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।