নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশকে একটি পর্যটনবান্ধব দেশে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ট্যুরিজম বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার হলে এ চুক্তি সই হয়।
দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতের লক্ষ্যে এ সমঝোতা স্মারকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে সই করেন চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার এবং ট্যুরিজম বোর্ডের পক্ষে সই করেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের।
আয়োজনে কর্তৃপক্ষের সদস্য, সচিব, বোর্ডের উপপরিচালক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।