র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার শাহবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত পাঁচটি ছুরি ও আটটি মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার চাকু, একটি গ্যাস কাটার ও ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আজগর (২৮), মো. কামাল হোসেন (৩০), মো. সিয়াম মিয়া (২২), মো. ফয়সাল (২৩), মো. রুবেল (২২) ও মো. আল আমিন (২৫)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১০।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১২ অক্টোবর) র্যাব-১০ এর একটি দল শাহবাগ থানার ফনিক্স রোড এলাকায় দুটি অভিযান চালায়। এ সময় মো. আল আমিন ছাড়া বাকি পাঁচজনকে গ্রেফতার হয়। অপর এক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।