মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জাহিদ (২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর কর্মকর্তা (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

আরও বলা হয়, রোববার রাতে র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

মো. জাহিদ মাদক ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন এবং তিনি দীর্ঘদিন রাজধানীর পল্টন থানায় তার নামে মাদক মামলার ওয়ারেন্ট হওয়ায় পলাতক জীবন যাপন করে আসছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।