নিউমার্কেট থেকে যৌতুকের দাবিতে নির্যাতন মামলার আসামি গ্রেফতার

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে যৌতুকের দাবিতে নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সাব্বির হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৩। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি, একটি চশমা এবং নগদ ৭১৪ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মো. সাব্বির হোসেনকে গ্রেফতার করে। সাব্বির যৌতুকের দাবিতে নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর নিউমার্কেট এলাকায় পলাতক ছিলেন।

গ্রেফতার সাব্বির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।