আমরা ইভিএমে ভোটের বিপক্ষে: চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচনমুখী দল। তবে, আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের বিপক্ষে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী সাধারণ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চাচ্ছে, যা এরই মধ্যে জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।

তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে আমাদের প্রার্থী বিজয়ী হবে। তার পক্ষে জনমত তৈরি হয়েছে। এ নির্বাচনে ইভিএমের ব্যবহার আমাদের শঙ্কিত করছে। ইভিএমের কারসাজিতে ফলাফল পরিবর্তন হতে পারে। তাই জাতীয় পার্টির সব নেতাকর্মীদের নির্বাচনের মাঠে সর্তক থাকার নির্দেশ দেন তিনি।