জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচনমুখী দল। তবে, আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের বিপক্ষে।
শনিবার (১ অক্টোবর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী সাধারণ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চাচ্ছে, যা এরই মধ্যে জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।
তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে আমাদের প্রার্থী বিজয়ী হবে। তার পক্ষে জনমত তৈরি হয়েছে। এ নির্বাচনে ইভিএমের ব্যবহার আমাদের শঙ্কিত করছে। ইভিএমের কারসাজিতে ফলাফল পরিবর্তন হতে পারে। তাই জাতীয় পার্টির সব নেতাকর্মীদের নির্বাচনের মাঠে সর্তক থাকার নির্দেশ দেন তিনি।