নরসিংদীতে শাবলের আঘাতে ছোট ভাইকে হত্যার

নরসিংদীর রায়পুরায় শাবলের আঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগে ইদ্রিস মিয়া (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহিদ মিয়া। তিনি ওই গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরে শহীদ মিয়ার স্ত্রী সন্তানকে মারধর করছিলেন। এ বড় ভাই ইদ্রিস মিয়া তাকে গালমন্দ করছিলেন। এনিয়ে শহীদের সঙ্গে বড় ভাইয়ের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইদ্রিস মিয়া হাতে থাকা শাবল দিয়ে শহীদ মিয়াকে আঘাত করে। এসে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সেখান তার মৃত্যু হয়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত ইদ্রিস মিয়াকে গ্রেফতার করা হয়েছে।