রাজধানীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ২

রাজধানীতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন মো. সুমন মিয়া (৩০) ও মো. সাদ্দাম হোসেন (৩০)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাদামতলী ও বাবুবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব বলছে, গ্রেফতাররা বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও চাঁদার এক হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, বাদামতলী কাজী জিয়া উদ্দিন রোড এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানের বাবুবাজার থেকে গ্রেফতার করা হয় সাদ্দাম হোসেনকে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও চাঁদার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব।