চট্টগ্রামের বাঁশখালীতে ১টি এসবিবিএল এবং ১টি ওয়ান শুটারগানসহ আলমগীর হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালীর সরল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হৃদয় বাঁশখালীর মধ্যম সরল পশ্চিম পাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এ তথ্য জানায়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্রসহ বাঁশখালী থেকে আলমগীর হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার অস্ত্রগুলো দিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তায় ব্যবহার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
সকালে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।