রাজধানীতে বিদ্যুৎ-জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তিপণ্য মেলা শুরু

টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিড) এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২২’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরের অস্থায়ী তাবুতে এ মেলা শুরু হয়। মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

মেলায় বিদ্যুৎ সঞ্চালন বিতরণ করে এমন প্রতিষ্ঠানসহ ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, আধুনিক বিদ্যুৎসাশ্রয়ী নানা যন্ত্রপাতির সমাহার। মেলায় প্রথমবারের মতো আনা হয়েছে ক্যামিন্স জেনারেটর। এই জেনারেটর বিশেষ ক্ষমতাসম্পন্ন। এর মূল্য ২৭ লাখ টাকা। জেনারেটরটি বাংলাদেশে আমদানি করেছে ডিসেল পাওয়ার।

 

এ বিষয়ে ডিসেল পাওয়ারের প্রকৌশলী বিধান দেবনাথ বলেন, ডিসেল পাওয়ারের তিন ধরনের জেনারেটর আছে, যা সাশ্রয়ী এবং তুলনামূলক কমমূল্যে বিক্রি করছি।

তিনি আরও বলেন, শিল্প-কারকারখানায় বাসাবড়িতে ব্যবহার করা যায় আমাদের জেনারেটর। এগুলো দীর্ঘস্থায়ী এবং এর সব যন্ত্রাংশ বাংলাদেশে পাওয়া যায়। ক্রেতাদের সুবিধার্থে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি।

গ্লোবাল বয়লারের মার্কেটিং এক্সিকিউটিভ শহীদুল ইসলাম বলেন, প্রদর্শনিতে গার্মেন্টস ফ্যাক্টরি ও টেক্সটাইল মিলের জন্য দুই ধরনের বয়লার এনেছি আমরা, যেগুলো সহজলভ্য ও সাশ্রয়ী।

কৃষিতে জৈব সাবেরর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে শাপলা জৈব সার নামক পণ্য এনেছে শাপলা ভার্মি কম্পোস্ট নামের একটি প্রতিষ্ঠান। কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি তাদের লক্ষ্য।

 

শাপলা ভার্মি কম্পোস্ট’র স্টলে থাকা কৃষিবিদ ড. সাকিব সিদ্দিকী বলেন, এই কম্পোস্ট সারটি পরিবেশের জন্য ভালো এবং ক্রেতাদের আমরা সুলভ মূল্যে দিচ্ছি। আমরা সারাদেশে এই সার বিক্রি করছি। পাইকারিতে ৫ কেজি সারের মূল্য ১২০ টাকা।

এবারের বিড এক্সপো অ্যান্ড ডায়ালগ-এ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষকরে নির্মাণ ও অবকাঠামো, গার্মেন্টস ও টেক্সটাইল, হেলথকেয়ার ও কৃষিক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের অবদান দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হবে। ভারত, জার্মানি ও বাংলাদেশের প্রায় ৪৫টি প্রযুক্তি নির্মাতা ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। প্রদর্শনীর পাশাপাশি ৪টি নেটওয়ার্কিং সেশনে দেশ-বিদেশের প্রায় ৩৫জন বক্তা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নানা বিষয় আলোকপাত করবেন।