পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপহরণে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার এই অভিযোগ আনা হয়। দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র থেকে দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাশিয়া অপহরণ করেছে বলে জানানো হয়। খবর রয়টার্সের।
দেশটির দক্ষিণাঞ্চলে ওই রাষ্ট্রীয় পারমাণবিক কেন্দ্র অবস্থিত। দীর্ঘদিন ধরেই ওই পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার হাতেই।
স্টেট এন্টারপ্রাইজ ন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি জেনারেটিং কোম্পানি (এনারগোটম) মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ওলেহ কোস্টিউকভ এবং প্ল্যান্টের সহকারী পরিচালক ওলেহ ওশেককে অপহরণ করা হয়।
বর্তমানে তারা কোথায় আছেন, কেমন আছেন সে বিষয়ে কোনো কিছুই জানা সম্ভব হয়নি বলে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
একদিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়। স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) সকালে মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি জেলায় প্রথম বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মেয়র ভাইতালি ক্লিৎসচকো জানান, ওই শহরের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই রাজধানী কিয়েভসহ বেশ কিছু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় ১৯ জন প্রাণ হারায়।
টেলিগ্রামের এক পোস্টে মেয়র ভাইতালি ক্লিৎসচকো জানান, শেভচেনকিভস্কি জেলায় কয়েক দফা বিস্ফোরণ ঘটেছে। ওই একই এলাকায় গত সপ্তাহেও বেশ কয়েক বার হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, বিস্ফোরণের কারণে আগুন ধরে গেছে। সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব হামলা ঠেকাতে রাশিয়ার আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।