নেপালের বিপক্ষে হেরে বুধবার দুপুরে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক নেপাল।
ঢাকায় ফিরে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচ হারার কারণ হিসেবে মাঠে খেলোয়াড়দের কিছু ভুলের কথা উল্লেখ করেছেন। এতদিন এক সাথে ট্রেনিং করার পরও যে ভুলগুলো হয়েছে, তা মেনে নেওয়ার মতো নয় বলে উল্লেখ করেছেন ক্যাবরেরা।
স্প্যানিশ কোচ বলেছেন, ‘কম্বোডিয়া এবং নেপাল সফর শেষে আমরা ঢাকা ফিরেছি। কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। কারণ মঙ্গলবার আমরা নেপালের কাছে ৩-১ গোলে হেরেছি। এটা আমরা আশা করিনি। নেপাল সেট পিস থেকে সুযোগ কাজে লাগিয়েছে। আমরা তাদের সুযোগ কাজে লাগাতে দিয়েছি। এখানেই ম্যাচের পার্থক্য হয়ে যায়।’
মাঠে জামাল ভূঁইয়ারা অনেক ভুল করেছে উল্লেখ করে প্রধান কোচ বলেন, ‘ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আমরা সুযোগ তৈরি করে কাজে লাগাতে পারিনি। ম্যাচের আগে আমরা অনেকদিন একসাথে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি। এরপরও এই ভুলগুলো মেনে নেওয়া যায় না। এই ভুলগুলো শুধরে নিতে হবে। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আগামীতে এই ভুলগুলো শুধরে নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আরও বেশি পরিশ্রম করতে হবে।’
সফরে দু্ই ম্যাচের একটি জয়, একটি হার। খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন হলো, সেটা মূল্যায়ন করা হবে উল্লেখ করে ক্যাবরেরা বলেছেন, ‘নেপালের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ভুলগুলো পর্যালোচনা করতে হবে। দলের সকলের পারফরম্যান্সও পর্যালোচনা করা হবে। এরপর টেকনিক্যাল স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হবে এবং আগামী ম্যাচের জন্য নিজেদের তৈরি করতে হবে।’